“শান্তি ও সাম্যের বাণী নিয়ে ইসলামের আগমন হলেও কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে পবিত্র কোরআন এর খন্ডিত ব্যাখ্যা করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের লালন করে ইসলামের উপর কালিমা লেপন করছে। এতে দেশে অস্থিতিশীলতা তৈরী ছাড়াও ঈমানদার মুসলিম সমাজকে ইসলাম বিরোধীরা জঘন্যভাবে অন্যদের সামনে উপস্থাপন করছে। অতএব ইসলামের এ দুশমনদের সাথে দুরতম সম্পর্ক রাখাও কোন মুসলমানের উচিত নয়” – এ বক্তব্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এ অনুষ্ঠিত হলো “জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ”।

Ter030916-2

বিশ্ববিদ্যালয়ের সম্মানীত রেজিষ্ট্রার অধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মাস্উদ আহমদ। এছাড়াও সকল ফ্যাকাল্টির ডীন, বিভাগীয় প্রধানগন, সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।