২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় উদযাপন করলো মহান স্বাধীনতা দিবস ২০২৪। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার, স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ রিয়াজুল ইসলাম, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. এটিএম ফয়েজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। বুটেক্স ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম মিরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটেক্স ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপুসহ ছাত্রলীগের ক্যাম্পাস ও হলসমুহের ছাত্রনেতা ও সাধারন শিক্ষার্থীরা। পরে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।