আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১০ সালের এই দিনে সরকারের অনুমোদন পায় দেশের একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। দিনটি উপলক্ষে বুটেক্স ক্যাম্পাসে বসেছিল নবীন এবং প্রবীনদের মিলনমেলা। কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রঙিন হয়ে উঠে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঘোড়ার গাড়িসহ শোভাযাত্রাটি তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুটেক্স ক্যাম্পাতে এসে শেষ হয়। পরে স্মৃতিচারন অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।