অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, একাত্তর সাংস্কৃতিক সংঘের পরবর্তী কর্মসূচি হিসাবে “একাত্তর টি-শার্ট কনটেস্ট-২০১৬” আয়োজন করতে যাচ্ছে। যেকোনো বুটেক্সিয়ান তাদের নিজের তৈরী ডিজাইন নিয়ে উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীকে অনুষ্ঠানের মাধ্যমে ‘সংবর্ধনা ও আকর্ষণীয় পুরস্কার’ প্রদান করা হবে।
- প্রতিযোগিতার বিষয়ঃ একাত্তর টি-শার্ট
- ডিজাইনে যা উল্লেখ থাকা বাধ্যতামুলকঃ একাত্তর সাংস্কৃতিক সংঘ, একাত্তরের logo, ‘অরুণ প্রাতের তরুণ দল’, বুটেক্সের logo(optional), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(optional) ইত্যাদি।
- ডিজাইন জমা দেয়ার শেষ সময়ঃ ২৪শে এপ্রিল, ২০১৬।
- পাঠাতে হবেঃ ekattor.butex@gmail.com এই মেইল Address বরাবর।
ডিজাইনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনাঃ
- টিশার্ট এর Front ও Back পার্ট Illustration করে soft copy উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
- Illustration করতে না পারলে A4 size এর Paper এ Sketch করে একাত্তর সংশ্লিষ্ট কাউকে জমা দিতে হবে। সেক্ষেত্রে Illustration করার সুবিধার্থে sketch অংশের ছবি তুলে উক্ত মেইল Address বরাবর পাঠাতে হবে।
- ডিজাইন অবশ্যই Unique হতে হবে। কোনরূপ অনুকরণ করা যাবে না।
- টিশার্ট হবে গোল গলার আর Color হবে গাঢ় নীল/বেগুনী/সাদা।