সম্মানীত শিক্ষকবৃন্দ

আশা করি আপনারা সকলে ওয়েব মেইল ব্যবহার করছেন। মাঝে মাঝে আমার কাছে মেইল আসে যে বিভিন্ন শিক্ষকের জন্য বরাদ্দকৃত কোটা (মেইল স্পেস) শেষ হয়ে গেছে। এমতাবস্থায় উক্ত মেইলে নতুন কোন ই-মেইল ঢুকবেনা। এতে আপনারা হয়তো গুরুত্বপূর্ণ মেইল মিস করেন।

যদি আপনারা আপনাদের ওয়েবমেইলটাকে জিমেইলের সাথে মার্জ করে নেন তবে এ সমস্যা আর থাকেনা। মেইল চেক করা ছাড়াও  জিমেইল থেকেই আপনি আপনার ওয়েবমেইলের মাধ্যমে রিপ্লাই দিতে পারবেন। এতে  আপনার প্রকৃত ওয়েবমেইলে কোন ই-মেইল জমা না থেকে জিমেইলে জমা থাকে বলে মেইল স্পেস শেষ হওয়ার কোন ভয় থাকেনা এবং আপনিও গুরুত্বপূর্ণ মেইল মিস করবেননা।

আপনার জিমেইলে ওয়েবমেইল মার্জ করার জন্য নিম্নোক্ত ভিডিওটি দেখতে পারেনঃ